পুলিশ-জনগণ ভাই ভাই, জঙ্গি পেলে রক্ষা নাই


প্রকাশিত: ০৫:১৩ এএম, ১৫ জুন ২০১৬

“পুলিশ জনগণ হিন্দু মুসলমান খ্রিষ্টান সবাই ভাই ভাই। জঙ্গি পেলে রক্ষা নাই”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জঙ্গি দমনে নড়াইলে ভিলেজ ডিফেন্স পার্টি গঠিত হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে নড়াইল তুলারামপুর বাজার বনিক সমিতির আয়োজনে তুলারামপুর বাজারে “জঙ্গি দমন সচেতনতা” বিষয়ক কর্মশালায় বণিক সমিতির সভাপতি মো. জিল্লুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ পার্টির ঘোষণা দেন।

এসময় বক্তব্যে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, সারাদেশে জঙ্গিরা পুরোহিত, প্রফেসর ও পুলিশ কর্মকর্তার স্ত্রীকে টার্গেট করে নিশংসভাবে হত্যা করছে। এসব জঙ্গিরা মুষ্টিমেয় কয়েকজন আর আমরা-আপনারা অসংখ্য। তাই সম্মিলিতভাবে এদের প্রতিহত করতে হবে। এলাকার সব ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও ঈমামদের রক্ষা করতে হবে।

পরে পুলিশ সুপার ১০১ সদস্য বিশিষ্ট ভিলেজ ডিফেন্স পার্টি ঘোষণা করে সবার হাতে ১টি করে বাঁশি ও লাঠি তুলে দেন জঙ্গি ও অপরাধ দমন করার জন্য।

হাফিজুল নিলু/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।