চেয়ারম্যানকে গুলি : স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৩


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৫ জুন ২০১৬

বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে গুলি ও কুপিয়ে জখম করার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চিংড়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কালাম খান (৪২), আওয়ামী লীগকর্মী খবির খান (৩৫) ও যুবলীগকর্মী রুবেল শেখ (৩০)।

মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে বাগেরহাট শহরের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে চিংড়াখালী ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার আলী আক্কাস বুলুকে কুপিয়ে জখম ও দুই পায়ে গুলি করার ঘটনায় এই তিনজন নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

চেয়ারম্যান বুলু বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি। খুলনায় প্রথম দফার অপারেশনে তার পা থেকে দুটি গুলি অপসারণ করা হয়েছে।

শওকত আলী বাবু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।