অবশেষে উচ্ছেদ হলো মানিকগঞ্জ বাসস্ট্যান্ড মার্কেট


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৬ জুন ২০১৬

অবশেষে ভেঙে ফেলা হচ্ছে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদ মার্কেটের অবৈধ স্থাপনা। সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে উঠা মার্কেটটি উচ্ছেদে একাধিকবার উদ্যোগ নেয়া হলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, সর্বশেষ বুধবারের মধ্যে মার্কেটটি খালি করতে নোটিশ দেয়া হয় ব্যবসায়ীদের। মাইকিংও করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় উচ্ছেদ অভিযানের সকল প্রস্ততি সম্পন্ন হলেও, মালামাল বের করতে আরো দুই ঘণ্টা সময় বাড়িয়ে দেন নির্বাহী ম্যাজিস্টেট সৈয়েদা সামিরা। পরে নির্ধারিত সময় দুপুর ১২টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকোশলী মো. গাউস উল হাসান মারুফ জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ওই মার্কেটটিতে মুদি দোকান, ফলের দোকান, মোবাইলের দোকান ও খাবার হোটেলসহ বিভিন্ন ধরনের ৫২টি দোকান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালের দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করে গড়ে উঠে মসজিদ সংলগ্ন ৫২টি দোকান পাট। দ্বিতল ভবনের এই মসজিদ মার্কেটের বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে বেনামে গড়ে তোলা দোকানপাট অপসােণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ।

একাধিক বার উদ্যোগ নেয়া হলেও রাজনৈতিক প্রভাবের কারণে উচ্ছেদের শেষ মুহূর্তে এসে বাধাগ্রস্ত হয় অপসারণ উদ্যোগ। কিন্তু এবার বাসস্ট্যান্ড থেকে মানিকগঞ্জ শহরে প্রবেশের প্রধান সড়ক ফোর লেনের কাজ চলছে। মার্কেটটি এই কাজ বাধাগ্রস্ত করছিলে।

 সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিদর্শনে এসে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশের পর  নড়েচড়ে বসে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ।

বি.এম খোরশেদ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।