মাগুরায় বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত


প্রকাশিত: ০৪:১৫ এএম, ১৮ জুন ২০১৬

মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার কামাল ওরফে কামাল ফকির নিহত হয়েছেন। শনিবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত কামাল সর্দার সদর উপজেলার শেওলা ডাঙ্গা গ্রামের আফছার ফকিরের ছেলে।

মাগুরা সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) মিলন জাগো নিউজকে জানান, শনিবার ভোরে মাগুরা-ঝিনাইদহ সড়কের মঘিরঢালে গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টা করছিল কামাল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা।

Magura-Cross

এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে কামাল গুরুতর জখম হয়। পরে তাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় শর্টগান, ২ রাউন্ড গুলি, গাছ কাটা করাত, রামদা, চাপাতি উদ্ধার করেছে।

নিহত কামালের নামে মাগুরা সদর ও কুষ্টিয়া থানায় খুন, ডাকাতি, ধর্ষণসহ নাশকতার ৯টি মামলা রয়েছে বলেও এসআই জানান।

আরাফাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।