বাবা-মাকে হত্যার পর ঘরে পুঁতে রাখেন ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৯ অক্টোবর ২০২৫
অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ

ময়মনসিংহের ত্রিশালে বাবা-মাকে হত্যার পর মাটিতে পুঁতে রাখেন ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. রাজুকে (২৬) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে তাকে আটক করা হয়। তিনি অনলাইন জুয়ায় আসক্ত বলে জানা গেছে।

নিহতরা হলেন একই উপজেলার বৈশ্য বাঁশতলী গ্রামের মোহাম্মদ আলী ও তার স্ত্রী রানোয়ারা বেগম। মোহাম্মদ আলী কৃষিকাজ ও মাছ ব্যবসার জড়িত ছিলেন। তার তিন মেয়ে ও এক ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে মা রানোয়ারা বেগমকে গলাটিপে ও রাত ২টার দিকে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন রাজু। পরে দুজনের মরদেহ বসতঘরের মাটিতে পুঁতে রাখেন। বৃহস্পতিবার সকালে রাজু নিজেই বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বোনদের শ্বশুরবাড়ি থেকে খবর দিয়ে নিয়ে আসেন।

বাবা-মাকে হত্যার পর ঘরে পুঁতে রাখেন ছেলে

দুপুরে এলাকাবাসী ও বোনেরা খোঁজাখুঁজি করে শোবার ঘরে ঢুকলে মাটিতে গর্ত দেখতে পান। এতে এলাকাবাসীর সন্দেহ হলে রাজুকে আটক করে ত্রিশাল থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বাবা-মায়ের হত্যার ঘটনা স্বীকার করে নিজেই পুঁতে রাখা জায়গা দেখিয়ে দেন রাজু। পরে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। আটক রাজুর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।