মোংলায় ভেসে এলো গলায় রশি বাঁধা মৃত কুমির

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২০ অক্টোবর ২০২৫

মোংলার নারকেলতলা খাল থেকে একটি মৃত কুমির উদ্ধার করেছে বনবিভাগ। রোববার (১৯ অক্টোবর) সকালে খালে কুমিরটি ভাসতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। পরে তারা কুমিরটি উদ্ধার করে সুন্দরবনের করমজলে মাটি চাপা দেয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেল সংলগ্ন মোংলার নারকেলতলা খালে রোববার সকালে একটি মৃত কুমির ভাসতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেন। বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে কুমিরটি উদ্ধার করা হয়। এরপর সন্ধ্যায় সেটিকে সুন্দরবনের করমজলে মাটি চাপা দেওয়া হয়েছে।

তিনি বলেন, উদ্ধার হওয়া মৃত কুমিরটির গলায় রশি বাঁধা ছিল। এছাড়া কুমিরের সামনের ডান পা নেই। ধারণা করা হচ্ছে অন্তত ২/৩ দিন আগে কে বা কাহার কুমিরটি মেরে গলায় রশি বেঁধে টেনে নিয়ে নদীতে ফেলে দেয়। এরপর সেটি ভাসতে ভাসতে নারকেলতলা খালে চলে আসে। কুমিরটির বয়স হবে প্রায় ১৫/১৬ বছর। আর পুরুষ এ কুমিরটি লম্বা প্রায় ৯ ফুট। কুমিরটির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তবে পচে যাওয়ায় কুমিরের কোন অংশই (অঙ্গপ্রত্যঙ্গ) সংরক্ষণ করা সম্ভব হয়নি।

আজাদ কবির আরও বলেন, কে বা কাহারা কুমিরটিকে মেরেছে সে সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারণ এসব প্রাণী হত্যা করা অপরাধ। তাই অপরাধীদের শনাক্তে আমাদের ব্যাপক তৎপরতা শুরু করা হয়েছে।

আবু হোসাইন সুমন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।