সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২১ অক্টোবর ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে সাদাপাথর পরিবহনের অভিযোগে দুই ট্রাকচালককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় দুই চালককে ৭৫ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন- বগুড়ার জেলার সদর থানার নরুইল গ্রামের পটু মিয়ার ছেলে রেজওয়ান (২৭) এবং একই থানার কালিবালা গ্রামের কাকু মিয়ার ছেলে আরিফুল (৩৫)।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে দুটি ট্রাক আটক করা হয়। ট্রাকগুলো ভোলাগঞ্জ এলাকা থেকে সাদাপাথর বোঝাই করে নিয়ে যাচ্ছিল। তল্লাশির সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক দুটি জব্দ করে চালকদের আটক করা হয়।

পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই চালককে ৭৫ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, সোমবার রাতে পুলিশের চেকপোস্টে সাদাপাথরবাহী দুটি ট্রাক জব্দ করা হয়। পরে আজ সকালে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই চালককে ৭৫ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন।

আহমেদ জামিল/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।