শহীদ জসিমের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার রায় আজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:৪৩ এএম, ২২ অক্টোবর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়াকে (১৮) ধর্ষণ মামলার রায় আজ। বুধবার (২২ অক্টোবর) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করবেন।

মামলা সূত্র জানা যায় যে, ২০২৫ সালের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকির পাংগাশিয়া ইউনিয়নের নলদোয়ানি গ্রামে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হন। লামিয়া দুমকি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন। পরের দিন লামিয়া সাহস করে নিজেই দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রাথমিকভাবে পুলিশ অভিযুক্ত সাকিব মুন্সীকে আটক করে। পরে আরও দুজন সিফাত মুন্সী ও ইমরান মুন্সীকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করতে মামলা সংশ্লিষ্টদের ডিএনএ পরীক্ষাও করানো হয় বলে জানানো হয়েছে।

দুর্ভাগ্যবশত ধর্ষণের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ২৬ এপ্রিল লামিয়া ঢাকার শেখেরটেক এলাকার একটি ভাড়া বাসায় আত্মহত্যা করেন। পরে তার মরদেহ নিজ গ্রামে এনে শহীদ বাবার কবরের পাশে দাফন করা হয়।

ভুক্তভোগীর মা রুমা বেগম বলেন, ‘আমার মেয়ে অন্যায়ের প্রতিবাদ করেছিল— সেটার ফলেই তাকে হারালাম। আমার মেয়ের আত্মার শান্তির জন্য দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।’

মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আদালতে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি যে লামিয়ার ওপর ধর্ষণ ঘটেছে এবং আসামিরা সরাসরি জড়িত ছিল। আমরা ন্যায়বিচারের প্রত্যাশা করছি।’

মাহমুদ হাসান রায়হান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।