ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ-বিএনপি নিয়ে তর্ক, সংঘর্ষে আহত ৩০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫২ এএম, ২৩ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং কুমিল্লা-সিলেট মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টা থেকে ১১টা পর্যন্ত সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে উত্তর সুহিলপুর গ্রামের উকিলের গোষ্ঠীর সাদ্দাম হোসেন ও আজিজের গোষ্ঠীর আকতার মিয়ার মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে তর্ক হয়। একপর্যায় সাদ্দাম আকতারকে থাপ্পড় মারেন, যা দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।

বিকেলে বিষয়টি মীমাংসার জন্য শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও সমাধান না হওয়ায় রাতে দেশীয় অস্ত্র নিয়ে দুই গোষ্ঠির লোকজন মহাসড়কে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আবুল হাসনাত মো. রাফি/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।