স্বামী শ্বশুর বাড়ি থেকে ফিরে যাবার দু’দিন পর স্ত্রীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৪ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খাদিজা আক্তার মুন্নি (১৯) নামের এক গৃহবধূ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার স্বামী শ্বশুরবাড়ি থেকে চলে যাওয়ার দুই দিন পরই এই ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নাসিক ১ নং ওয়ার্ডস্থ সিআইখোলা এলাকায় মুন্নি তার বাবার বাসায় আত্মহত্যা করেন। নিহত তরুণী কুমিল্লা জেলার মেঘনার ফুল মিয়ার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মুন্নি তার স্বামী জাহিদুল হাসানের সঙ্গে ঢাকার সাভারে বসবাস করতেন। জাহিদুল একজন স্বর্ণ দোকানি। অন্তঃসত্ত্বা থাকায় নতুন সন্তানের আগমনের উপলক্ষে মুন্নি কয়েক মাস আগে তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার সেই সন্তানের বয়স এখন তিন মাস।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, মুন্নির স্বামী দুই দিন আগে শ্বশুরবাড়ি থেকে সাভার ফিরে গেছেন। মুন্নির বাবা-মা জানিয়েছেন, সন্তান হওয়ার পর থেকে মুন্নি হঠাৎ অকারণে রাগান্বিত হতেন এবং তার অ্যালার্জিজনিত রোগও ছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, ভিকটিমের স্বামী ঝগড়া করে দুদিন আগে শ্বশুর বাড়ি থেকে চলে গেছেন বলে জেনেছি। ভিকটিমের পরিবার মরদেহ ময়নাতদন্ত না করার কথা বললেও আমরা ময়নাতদন্ত করবো বলে তাদের জানিয়েছি। রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

মো. আকাশ/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।