কাল লক্ষ্মীপুর যাচ্ছেন চরমোনাই পীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬

নির্বাচনি জনসভা উপলক্ষে লক্ষ্মীপুরে যাচ্ছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। রোববার (১ ফেব্রুয়ারি) জেলার কমলনগর ও রামগঞ্জ উপজেলার জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির সাধারণ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপন বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় সূত্র জানা গেছে, রোববার সকালে কমলনগরের হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে বালুর মাঠে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহর নির্বাচনি জনসভার আয়োজন করা হয়েছে। এছাড়া একইদিন বিকেল ৩ টায় রামগঞ্জ পৌর শিশু পার্ক মাঠেও জনসভার আয়োজন করা হয়েছে। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের হাতপাখার প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীর জনসভার আয়োজন করেছে। পৃথক জনসভায় চরমোনাই পীর মুফতি রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

কাজল কায়েস/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।