বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে প্রাণ গেলো বাবা-ছেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২৪ অক্টোবর ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎচালিত সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শক্রবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহিদুল ইসলাম (৪০) ও তার ছেলে শিয়াব মিয়া (১৪)।

বিষয়টি নিশ্চিত করেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, ধানক্ষেতে সেচ দিতে সকাল ১০টার দিকে বিদ্যুৎচালিত সেচযন্ত্র পুকুরপাড়ে নিয়ে বাবা-ছেলে। ঘণ্টাখানেক পরে ছেলের মা চায়না বেগম খোঁজ নিতে পুকুরপাড়ে যানে। এসময় ছেলের মরদেহ দেখতে পান এবং চিৎকার করেন। স্থানীয়রা ছুটে এসে শিয়াবের মরদেহ বাড়িতে নেন।

এর কিছুক্ষণ পরে বাবা শহিদুল ইসলামের খোঁজে পুকুরপাড়ে আবারও যান তার স্বজনরা। তখন তার মরদেহ পুকুরে পড়ে থাকতে দেখা যায়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আনোয়ার আল শামীম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।