আশুগঞ্জে গ্লাসচাপায় শিশু নিহত


প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২০ জুন ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাপড়ের দোকানের থাই গ্লাস (কাঁচ) চাপায় হাসান মোহাম্মদ (দুই মাস) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত হাসান উপজেলার আড়াইসিদ্ধা ইউনিয়নের পাঁচভিটামধুপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় লোকমান মিয়ার স্ত্রী আমেনা বেগম তার দুই মাসের শিশুপুত্র হাসানকে নিয়ে ঈদের কেনাকাটা করার জন্য খোলাপাড়া বাজারের একটি কাপড়রের দোকানে যান। এসময় দোকানে স্থানীয় কয়েকজন ব্যক্তি তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দোকানের থাই গ্লাসটি শিশু হাসানের মাথার উপর পড়লে সে গুরুত্ব আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুনগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজিজুল সঞ্চয়/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।