সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৬ জেলে কারাগারে


প্রকাশিত: ১০:৪৯ এএম, ২১ জুন ২০১৬

সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৫টি নৌকাসহ ১৬ জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিম। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লী এলাকা থেকে সোমবার বিকালে আটকের পর মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

বন বিভাগ জানায়, সুন্দরবনে বারবার অগ্নিকাণ্ডের ঘটনার পর পূর্ব সুন্দরবনে সব ধরনের পাস পারমিট বন্ধ করে দেয়া হয়। এরপর ওয়ার্ল্ড হেরিটেজ এই বনের সুরক্ষায় আন্তর্জাতিক মানের স্মার্ট প্রেট্রোলিং টিম অভিযান শুরু করে। সোমবার জেলেরা অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ ধরার সময় স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলো, মংলার বেল্লাল সেখ, মোহর আলী সেখ, কালাম গাজী, জুলফিকার গাজী, কচুয়ার মারুফ মল্লিক, সোহেল হাওলাদার, সালাম বাবলা, সজীব বাবলা, রামপালের তরিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, নুরুল সেখ, ইসমাইল সেখ, রুহুল আমিন সেখ, আবু সাইদ, মুকুল সরদার, ওবায়দুল্লাহ সেখ।

আটককৃত জেলেদের স্বজনদের দাবি, সুন্দরবনে পাস পারমিট বন্ধ থাকায় পেটের দায়ে বাধ্য হয়ে তারা অবৈধ উপায়ে বনে ঢুকে মাছ ধরতে গিয়েছিল।

পূর্ব সুন্দরবন বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, আটক জেলেদের বিরুদ্ধে সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বন আইনের ২৬/১ (ক) ধারায় মামলা দায়ের করে বাগেরহাটের বিচারিক আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শওকত আলী বাবু/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।