‌বান্দরবান বিএনপিতে কোনো বিভাজন নেই: সাচিংপ্রু জেরী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৭ নভেম্বর ২০২৫
বান্দরবান মুক্তমঞ্চ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী, ছবি: জাগো নিউজ

বান্দরবানে বিএনপি মনোনীত প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরী বলেছেন, বান্দরবান বিএনপি এক এবং অভিন্ন, এখানে বিভাজনের কোনো সুযোগ নেই। শান্তি, সম্প্রীতি, সংহতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ বান্দরবান কামনা করি।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বান্দরবান মুক্তমঞ্চ প্রাঙ্গণে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক র‌্যালী পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশাসন, জাতীয়-আঞ্চলিক রাজনৈতিক দল ও স্থানীয় জনগণ মিলে যে সম্প্রীতির বান্দরবন বলা হয়; সেটাকে বেগবান বা ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বান্দরবানকে শুধুমাত্র পর্যটন নগরী নয় পরিবেশবান্ধব পর্যটন নগরী গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণী, মশিউর রহমান মিঠুন, মজিবুর রশিদ, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

নয়ন চক্রবর্তী/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।