শেরপুরে বন্য হাতির আক্রমণে একজন নিহত


প্রকাশিত: ০৭:২৪ এএম, ২২ জুন ২০১৬

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় বন্য হাতির আক্রমণে একজন নিহত ও আরো একজন আহত হয়েছেন। বুধবার ভোররাতে উপজেলার গুরুচরণ দুধনই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাজী মো. রুস্তম আলী (৭০) মৃত আয়েত আলী মুন্সীর ছেলে এবং আহত মো. নিয়াতম আলী (৩২) নিহত রুস্তম আলীর ছেলে।

জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ভারত থেকে আসা ২০-২৫টি বন্য হাতির একটি দল ফসলের জমি এবং বসতবাড়িতে আক্রমণ করছে। মঙ্গলবার দিনগত রাতে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসলে গ্রামের লোকজন মশাল জ্বালিয়ে তাড়িয়ে দেয়। তবে সেহরি খাওয়ার সময় রুস্তম আলীর বাড়িতে বন্য হাতির দল আক্রমণ করে।

এ সময় দৌঁড়ে পালানোর সময় রুস্তম আলী হাতির পায়ের নিচে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। একই সময় বাবাকে বাঁচাতে বন্যহাতির আঘাতে আহত হন নিয়াতম আলী। বর্তমানে আহত নিয়াতম আলী শেরপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোদহাম্মদ সেলিম রেজা জানান, গত ৩-৪ দিন ধরে একদল বন্য হাতি এলাকায় আক্রমণ করে আসছে। গত রাতে রুস্তম আলীর বাড়িতে আক্রমণ করলে এ ঘটনা ঘটে।

হাকিম বাবুল/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।