সিরাজগঞ্জের নতুন ডিসি আমিনুল ইসলাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৫২ এএম, ০৯ নভেম্বর ২০২৫
মো. আমিনুল ইসলাম

সিরাজগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম।

শনিবার (৮ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের সই করা এক আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়- জনস্বার্থে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ঢাকা, গাজীপুর, খুলনাসহ দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে ৭ জনকে রদবদল ও নতুন মুখ হিসেবে ৮ জনকে নিয়োগ দিয়ে শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিরাজগঞ্জের ডিসি নিয়োগ পাওয়া আমিনুল ইসলাম বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) সচিব হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে, বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় বদলি করা হয়েছে। ২০২৪ সালের ৩ নভেম্বর সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন ২৫তম বিসিএসের এ কর্মকর্তা।

এম এ মালেক/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।