কুড়িগ্রাম সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১০ নভেম্বর ২০২৫

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযানে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি এই তথ্য জানায়। এর আগে দিনগত রাতে না‌গেশ্বরী ও ভূরুঙ্গামারীর বি‌ভিন্ন সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) বিশেষ অভিযানিক দল জেলার না‌গেশ্বরী ও ভূরুঙ্গামারীর বি‌ভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় মদ ৯২ বোতল, গাঁজা নয় কেজি, ৬৭ পিস ইয়াবা।

কুড়িগ্রাম সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

এ ছাড়াও প্যান্ট পিস, গবাদিপশু, জিরা, পিয়াজ ও চিনি রয়েছে। যার আনুমা‌নিক মূল্য ১৩ লাখ ১৮ হাজার ৪০০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফ‌টেন‌্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্য পাচাররোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে।

রোকনুজ্জামান মানু/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।