ভেজাল সেমাই তৈরির দায়ে তিন কারখানাকে জরিমানা


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২২ জুন ২০১৬
ফাইল ছবি

শেরপুরের শ্রীবরদীতে ভেজাল সেমাই প্রস্তুত ও বিক্রির দায়ে তিন সেমাই কারখানার প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীবরদীর ইউএনও খালেদা নাছরিন এ জরিমানা করেন।

এ সময় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি পরিদর্শক মাসুদুর রহমান ও শ্রীবরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ইউএনও খালেদা নাছরিন জানান, ভেজাল সেমাই তৈরির অভিযোগে শ্রীবরদী পৌর শহরের কলেজ রোডের উত্তর শ্রীবরদী এলাকার সোহাগ মিয়ার সেমাই কারখানাকে ১০ হাজার টাকা, জানকিখিলা গ্রামের তোফাজ্জল হোসেনের সেমাই কারখানাকে ১০ হাজার টাকা ও নয়াপাড়া গ্রামের জামাল মিয়ার সেমাই কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব কারখানায় খাবার অনুপযোগী নিম্নমানের ময়দা, ক্ষতিকর কেমিকেল, রং ও নিম্নমানের তেল এবং মবিল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছিল।

হাকিম বাবুল/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।