ঝিনাইদহে চুরির দায়ে দুই নারী আটক
ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চৌরাস্তা এলাকা থেকে গরুসহ দুই নারীকে হাতে নাতে আটক করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পোড়াহাটী ইউনিয়নের মধুপুর বাজার সংলগ্ন মুন্দির এলাকা থেকে তাদের আটক করে এলাকাবাসী।
আটকরা হলো মাগুরার শতখালী গ্রামের ওহিদুর রহমানের স্ত্রী শামিমা খাতুন (৩৫) ও একই গ্রামের মশিয়ার রহমানের স্ত্রী পাখি বেগম (৩৭)। 
স্থানীয়রা জানায়, ঝিনাইদহ শহর থেকে দুই নারী একটি গরু নিয়ে হাটগোপালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মধুপুরের মুন্দিরা এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গরু চুরির বিষয়টি স্বীকার করে।
পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই দুই নারী চোরকে গরুসহ থানায় নিয়ে আসে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহমেদ নাসিম আনসারী/এআরএ/পিআর