নড়াইলে নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ


প্রকাশিত: ০৭:৪০ এএম, ২৩ জুন ২০১৬

তৃতীয় ধাপে অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান এবং ৮৩ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।

শপথ গ্রহণ করেন-শাহাবাদ ইউনিয়নের দেলোয়ার হোসেন পান্না, মাইজপাড়ার জিল্লুর রহমান, হবখালীর রিয়াজুল ইসলাম চঞ্চল, চন্ডিবরপুর আজিজুর রহমান ভূইয়া, তুলারামপুরে বুলবুল আহম্মেদ, মুলিয়ায় রবীন্দ্রনাথ অধিকারী ও আউড়িয়ায় পলাশ মোল্যা এবং  সদস্যবৃন্দ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।