শিগগিরই আশুগঞ্জ-আখাউড়া চার লেন প্রকল্পের কাজ শুরু
শিগগিরই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চার লেন সড়ক প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। ইতিমধ্যে এ সড়কের সমীক্ষার কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। আখাউড়া-আগরতলা রেললাইনের নির্মাণ কাজও সহসায় শুরু হবে।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীর উপর নির্মিত দ্বিতীয় ভৈরব রেল সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মেঘনা নদীর উপর নির্মিতব্য দ্বিতীয় ভৈরব রেল সেতুটির কাজ প্রায় শেষ হয়ে আসছে, চলতি বছরের ডিসেম্বর মাসেই সেতুটি চালু করা সম্ভব হবে। এছাড়া আশুগঞ্জ আভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের জমি অধিগ্রহণের কাজও শেষ পর্যায়ে রয়েছে। আর জমি অধিগ্রহণ শেষ হলে শুরু হবে নির্মাণ কাজ। প্রকল্পগুলো চালু হলে ভারত-বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
এসময় হাইকমিশনারের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুমিত জেরাঠ, যুগ্ম-সচিব (প্রকল্প) অজিৎ গুপ্তা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক সুব্রত রায় মিত্রসহ দু-দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভারতের রাষ্ট্রীয় ঋণের (এলওসি) আওতায় প্রায় ৫৬৭ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৯৮২ দশমিক ২ মিটার দীর্ঘ দেশের দ্বিতীয় বৃহত্তর দ্বিতীয় ভৈরব রেল সেতু নির্মাণ হচ্ছে আশুগঞ্জের মেঘনা নদীর উপর। সেতুটি নির্মাণের কাজ পায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন-এফকনস জেভি। ২০১৩ সালের ২৫ ডিসেম্বর নির্মাণ কাজ শুরু হয়, চলতি বছরের ডিসেম্বর মাসেই সেতুটি চালু হওয়ার কথা রয়েছে।
আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস