ফেনীতে বন্ধুকযুদ্ধে যুবদল কর্মী নিহত


প্রকাশিত: ০২:৪৪ এএম, ২৫ জুন ২০১৬

ফেনীর সোনাগাজীতে র্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে মাসুদ প্রকাশ গাব্বা মাসুদ (৩৬) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভৈরব রাস্তার মাথা সংলগ্ন এলাকায় রাত ২ টায় র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে মাসুদ নিহত হয়। মাসুদ চরচান্দিয়া ইউনিয়নের ভূঁইয়া বাজার সংলগ্ন এলাকার বাদশা মিয়ার ছেলে বলে জানা গেছে।

র‌্যাব-৭ ফেনী সিপিসির অধিনায়ক স্কোয়ার্ডন লিডার শাফায়েত জামিল ফাহিম সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ২টার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

Dakat

এ সময় র‌্যাবের টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা র‌্যাবের উপর হামলা চালায়। র‌্যাবও পাল্টা গুলি করলে গাব্বা মাসুদ নিহত হয়। এ সময় র‌্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে  ২টি এলজি, ২টি পিস্তল, ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, নিহত মাসুদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ২টি হত্যাসহ ১০টি মামলা রয়েছে।

জহিরুল হক মিলু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।