জননিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধায় বাসদের বিক্ষোভ


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৬ জুন ২০১৬

সারাদেশে অব্যাহত হত্যা-গুম-ক্রসফায়ার বন্ধ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রোববার বাসদ (মাকর্সবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ (মাকর্সবাদী) আহ্বায়ক আহসান হাবীব সাঈদ ও সদস্য সচিব মনজুর আলম মিঠু প্রমুখ।

বক্তারা সারাদেশে মৌলবাদ-জঙ্গীবাদ-সাম্প্রদায়িক শক্তির উত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বুর্জোয়া রাজনৈতিক দলগুলোর পৃষ্ঠপোষকতায় মৌলবাদ ও জঙ্গিবাদ বিকশিত হয়েছে। ক্ষমতায় টিকে থাকা এবং যাওয়ার স্বার্থে তারা সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা দেয়।

একদিকে ধর্মীয় উগ্র মৌলবাদী গোষ্ঠীর হত্যা-সন্ত্রাস অন্যদিকে রাষ্ট্রীয় উদ্যোগে ক্রসফায়ারের নামে মানুষ হত্যা, পুলিশি হেফাজতে নির্যাতন সবকিছু মিলে এক ভয়ঙ্কর নিরাপত্তাহীন অবস্থা।

নেতৃবৃন্দ এ অবস্থা থেকে জনগণকে রক্ষার জন্য দ্রুত কার্যকর সরকারি উদ্যোগের দাবি জানান।

অমিত দাশ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।