বিজয়নগরে ছাত্রদলের ২৫ নেতাকর্মীর পদত্যাগ


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৬ জুন ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নবগঠিত উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ না পাওয়ায় ২৫ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

রোববার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লার কাছে তাদের স্বাক্ষরিত গণপদত্যাগপত্র জমা দেয়া হয় বলে জানা গেছে। অর্থের বিনিময়ে দলের তৃণমূলের ত্যাগী নেতাদের বাদ দিয়েই কমিটির প্রধান তিনটি পদে ঢাকার ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ পদত্যাগকারীদের।

পদত্যাগকারীরা হলেন- নবগঠিত বিজয়নগর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি মো. সাঈদ খোকন, মো. আবু তাহের, মো. কামরুল হাসান সোহাগ, মো. কবির মোল্লা, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম খাঁ, মো. শরীফ দস্তগীর, মো. জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসান মিয়া, মো. রুবেল হোসেন, মিলন মৃধা, সাইফুল মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. কিবরিয়া চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. মোশাররফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মো. সাব্বির হোসেন, প্রচার সম্পাদক মো. আবদুর রাজ্জাক, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আপেল মাহমুদ, সহ-ক্রীড়া সম্পাদক মো. হামিদ মিয়া, সহ-স্কুলবিষয়ক সম্পাদক মো. বাবু চৌধুরী ও সদস্য মো. পারভেজ ফকির, মো. শাহ আলম, মো. তৌফিক ভূইয়া, মিন্টু মিয়া, তানজিল হোসেন, মো. সনেট এবং মো. জুয়েল মোল্লা।

খোঁজ নিয়ে জানা যায়, নবগঠিত কমিটির সভাপতি জাবেদ আহমেদ জয় ঢাকায় গার্মেন্ট ব্যবসা, সাধারণ সম্পাদক মো. মোর্শেদ কামাল বিউটি পার্লারের ব্যবসা এবং সাংগঠনিক সম্পাদক রাকিব হাজারী ঢাকায় রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত। তাদের তিনজনই ব্যবসার কাজে বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করেন। ফলে এলাকার রাজনীতিতে খুব একটা সক্রিয় নন তারা।

কমিটির প্রধান এই তিন পদ নিয়ে ব্যাপক অর্থবাণিজ্য হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে নবগঠিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

পদত্যাগকারী সহ-সভাপতি মো. আবু তাহের জাগো নিউজকে বলেন, প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে দলের দুঃসময়ে যারা শ্রম দিচ্ছেন, তাদের নবগঠিত কমিটিতে কোনো গুরুত্বপূর্ণ পদে রাখা হয়নি।

তিনি আরো অভিযোগ করে বলেন, উপজেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে ব্যাপক অর্থবাণিজ্য হয়েছে। অর্থের বিনিময়ে দলের তৃণমূলের ত্যাগী নেতাদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ কোনো পদে না রেখে ‘ঢাকাইয়া পকেট কমিটি’ ঘোষণা করা হয়েছে। তাই এর প্রতিবাদে আমরা তৃণমূলের নেতাকর্মীরা গণপদত্যাগ করেছি। পাশাপাশি এই কমিটি বিলুপ্ত করে তৃণমূলের নেতাদের গুরুত্ব দিয়ে নতুন কমিটি গঠনেরও দাবি জানান তিনি।

পদত্যাগের ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা জাগো নিউজকে জানান, আমার কাছে কেউ পদত্যাগপত্র নিয়ে আসেননি। কমিটির গুরুত্বপূর্ণ পদ নিয়ে কোনো অর্থবাণিজ্য হয়নি, শ্যামল ভাইয়ের (জেলা বিএনপির সহ-সভাপতি) সঙ্গে কথা বলেই কমিটি ঘোষণা করা হয়েছে।

তবে জেলা বিএনপির সহ-সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল জাগো নিউজকে বলেন, বিজয়নগর উপজেলা ছাত্রদলের কমিটির ব্যাপারে আমি কিছুই জানি না। জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক মিলেই কমিটি দিয়েছেন। তাছাড়া ছাত্রদলের কমিটি দেয়ার কোনো এখতিয়ার আমার নেই এবং আমার জানামতে এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি।

এর আগে দীর্ঘ ৬ বছর পর প্রথমবারের মতো গত ২২ জুন বিজয়নগর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ৯১ সদস্যের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল।

আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।