সিরাজগঞ্জে এনসিপির মনোনয়ন পেলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:২৩ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫
সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজ। সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদরের একাংশ) ও সিরাজগঞ্জ-২ ( সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসন বাদ রাখা হয়েছে।

jagonews24

এর আগে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসনে বিপুল ভোটে বিজয়ী হন মেজর (অব.) মঞ্জুর কাদের। কিন্তু এবার তিনি বিএনপির মনোনয়ন না পেয়ে এনসিপির প্রার্থী হওয়ায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও আসনটি এনসিপির যুগ্ম-সদস্যসচিব মাহিন সরকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে তিনি মনোনয়ন না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঞ্জুর কাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

এম এ মালেক/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।