বগুড়ায় পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার


প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৭ জুন ২০১৬

বগুড়ায় পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ভোরে সদর উপজেলার বারপুরে অভিযান চালিয়ে রাকিবুল হাসান ওরফে বাবু (২৮) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। রাকিবুল সদর উপজেলার পলাশবাড়ী দক্ষিণপাড়ার আকতার হোসেনের ছেলে।

পুলিশের দেয়া তথ্যমতে, গ্রেফতার বাবুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, রাকিবুল হাসান ওরফে বাবু চিহ্ণিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।