বসত-বাড়ির দখল নিয়ে সংঘর্ষে আহত ১০


প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৭ জুন ২০১৬

বাগেরহাটের মোরেলগঞ্জে বিবদমান একটি বসতবাড়ির দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ৩ নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে পাঠামারা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আলামীন শেখ (৩৬), তার স্ত্রী নাজমা বেগম (২৭), বোন ফরিদা বেগম (৪৫), হালিম মাতুব্বর (৪২), হালিমের স্ত্রী জয়তুন বেগম (৩৫) ও ছেলে জাহিদুলকে (২৬) প্রথমে মোরেলগঞ্জ ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, পাঠামারা গ্রামের আব্দুস সত্তার শেখের ছেলে আলামীনের বসত-বাড়ির জমি নিয়ে পার্শ্ববর্তী বদনীভাঙ্গা গ্রামের আলী আকাবর মাতুব্বরের সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা চলছে। আজ সকালে আলী আকবর বাড়িটি দখল করার উদ্দেশ্যে ২০/২৫ জনের একটি বাহিনী নিয়ে হামলা চালায়। এ সময় দুইপক্ষের সংঘর্ষে ৩ নারীসহ ১০/১২ জন আহত হন।
 
হামলাকারীরা আলামীন শেখের বসতঘর গুড়িয়ে দিয়েছে এবং একটি নার্সারির ৩ হাজার গাছের চারা কেটে ফেলেছে। এতে আলামীন শেখের কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে জানা গেছে।

মোরেলগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুফতি কামাল হোসেন জানান, আহতদের মধ্যে আলামীন শেখ ও নাজমা বেগমের অবস্থা আশঙ্কাজনক। আলামীন শেখ উপজেলা মৎস্যজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক।

এ সম্পর্কে মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, মারপিটের ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শওকত আলী বাবু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।