ফরিদপুরে ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত


প্রকাশিত: ০৯:৫০ এএম, ২৮ জুন ২০১৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক ভাঙা উপজেলার ভদ্রাসন গ্রামের আওয়াল শরীফের ছেলে উজ্জ্বল শরীফ (৪৫) ও হেলপার ফরিদপুর সদরের শিবরামপুর গ্রামের শাহাদত মোল্যার ছেলে বাবুল মোল্যা (৩০)।

ভাঙা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যবহার করার জন্য পাথর বোঝাই একটি ট্রাক (ফরিদপুর-ট-১১-০২৯১) নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে ভাঙা হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।

তরুন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।