ঝিনাইদহে দুটি কলেজে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ২৯ জুন ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে দুটি কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
 
জানা গেছে, এ বছর শিক্ষা মন্ত্রণালয় থেকে উপজেলা (মফস্বল) পর্যায়ে সেশন চার্জসহ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। ১২ মে ২০১৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন স্বাক্ষরিত ভর্তির নীতিমালায় এ নির্দেশ দেয়া হয়। এ সকল অতিরিক্ত ভর্তির টাকা শিক্ষকরা ভাগাভাগি করে নেন।

মন্ত্রণালয়ের নির্দেশ থাকা সত্ত্বেও মাহতাব উদ্দিন কলেজ ও আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছেন।

Jhenaidah

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি ফি বাবদ মাহতাব উদ্দিন কলেজ নিচ্ছে ২৫০০ টাকা ও আলহাজ্ব আমজাদ আলী ফাইজুর রহমান মহিলা কলেজ নিচ্ছে ১৫০০ টাকা। আমি দুই হাজার টাকা দিয়ে মাহতাব উদ্দিন কলেজে ভর্তি হয়েছি।

মাহতাব উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অতিরিক্ত ফি’র বিষয় অস্বীকার করে জানান, আমার প্রতিষ্ঠানে কারও কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়নি। আমি ২০০ টাকা, ৫০০ টাকায়ও ভর্তি করিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে তিনি ফোনটি কেটে দেন। পরে অনেকবার কল করলেও তিনি রিসিভ করেননি।  

ফাইজুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আমজাদ আলী প্রথমে অতিরিক্ত ফি আদায়ের কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেছেন। কলেজ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৫০০ টাকা নেয়া হচ্ছে। আবার অনেকের কাছ থেকে কমও নেয়া হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।