মাটিরাঙ্গায় জোড়া খুন : আটক ১
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন মো. আবু তালেব নামে এক ব্যক্তিকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। পুলিশের হাতে আটক মো. আবু তালেব মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওযার্ডের জুম্মাপাড়ার বাসিন্দা।
হত্যাকাণ্ডের ক্লু বের করতে পুলিশি তৎপরতার অংশ হিসেবে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো।
এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো বলেন, জমি-জমার বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ জোড়া খুনের সঙ্গে আটক ব্যক্তির সম্পৃক্ততা খুঁজে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মরা তাইফা এলাকার মকবুল এর লেকের পাড়ে মো. এনামুল হক (৫০) ও মোছা. পারভীন আকতার (৩৫) নামে দম্পতিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল মরা তাইফা এলাকার মকবুল এর লেকের পাড় থেকে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/বিএ