ঝালকাঠি-১ আসন

লেবার পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬

প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান এবং ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর প্রয়োজনীয় স্বাক্ষর না থাকায় তা বৈধ হিসেবে গ্রহণ করা সম্ভব হয়নি। তবে আইন অনুযায়ী প্রার্থী চাইলে নির্ধারিত সময়ে আপিল করার সুযোগ রয়েছে।

এদিকে যাচাই-বাছাই শেষে ঝালকাঠি জেলার দুইটি সংসদীয় আসনে দাখিল হওয়া মোট ২৫টি মনোনয়নের মধ্যে ১৩টি বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৪ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

মো. আমিন হোসেন/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।