বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬

ঝালকাঠির নলছিটিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নলছিটি পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযানকালে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ রোড সংলগ্ন ফ্রেশ এলপিজি লিমিটেডের ডিলারের দোকানে তদারকি চালানো হয়। তদন্তে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সরবরাহের প্রমাণ পাওয়া যায়। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ জানান, সতর্কতামূলকভাবে নলছিটি পৌরসভার বিভিন্ন খুচরা দোকানকে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে অনিয়ম বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মো. আমিন হোসেন/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।