সাঁওতালদের উপর নির্যাতন বন্ধ করতে হবে


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ৩০ জুন ২০১৬

কৃষক-ক্ষেতমজুর-আদিবাসীরা শোষণ, বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। ভূমিদস্যুদের অত্যাচার ও ক্রমাগত জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন। তাই অবিলম্বে সাঁওতাল ও আদিবাসীদের উপর জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য।  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল বিদ্রোহের ১৬১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গোবিন্দগঞ্জের কাটা এলাকায় জাতীয় আদিবাসী পরিষদ ও বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির যৌথ উদ্যোগে কৃষক-ক্ষেতমজুর এবং আদিবাসীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে।
 
স্থানীয় আদিবাসী নেতা ফিলিমন বাসকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্র সরেন, দীপায়ন খিসা, সবিন মুন্ডা, জয়নাল আবেদীন মুকুলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বক্তারা বলেন, ১৮৫৫ সালের ৩০ জুন ভারত উপমহাদেশে তৎকালীন জমিদার ও বৃটিশ শাসকদের শোষণ বৈষম্যের বিরুদ্ধে সাঁওতাল জনগোষ্ঠী বিদ্রোহ ঘোষণা করেন। ওই বিদ্রোহে সে দিন ভাগনাদিহি গ্রামের সিধু, কানু, চাঁদ ও ভৈরব এবং দুই বোন ফুলমণি ও জানমণির জীবন দেয়। তাদের সেই জীবন উৎসর্গের উদ্দেশ্য আজো বাস্তবায়িত হয়নি।

বক্তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী ও বাঙ্গালীদের কাছ থেকে অধিগ্রহণকৃত ১৮৪২ একর জমি কৃষকদের ফেরৎ দেয়ার দাবি জানান।

অমিত দাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।