সালথায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১১:২৭ পিএম, ০১ জুলাই ২০১৬

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ইফতার মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের নেতা তিহার উদ্দিন মাতুব্বরকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে নগরকান্দা উপজেলার বিনুকদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তেহারউদ্দিন মাতুব্বরের বাড়ি সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ফিরোজ খানের বাড়িতে ইফতার মাহফিলে ফিরোজ খান তার সমর্থকদের নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

ইফতার মাহফিলে অংশ নিয়ে রাতে গট্টি ইউনিয়নের ইউপি সদস্য শহীদ মাতুব্বরকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তাহের উদ্দিন। পথিমধ্যে তাদের বহনকারী ভ্যানটি নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকায় আসলে দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় সঙ্গে থাকা ইউপি সদস্য শাহীদ মাতুব্বরকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত ইউপি সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। গোয়েন্দা তদন্তের ভিত্তিতে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এস এম তরুন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।