ফরিদপুরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১০:২১ এএম, ০৩ জুলাই ২০১৬

ফরিদপুরের রাকিব মোল্যা (২৭) নামে এক মোটরসাইকেল চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের খাসকান্দি এলাকার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে কোতয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত রাকিব সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের ওহাব মোল্যার ছেলে।

নিহতের চাচাতো ভাই রহমান মোল্লা জানান, হাট গোবিন্দপুরের কাঠ মিস্ত্রি ওহাবের ছেলে রাকিব বাবার সঙ্গে কাজ করতো। অল্প কিছুদিন ধরে একটি ভাড়ায় চালানোর জন্য একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল কিনে। এরপর রাকিব হাঠগোবিন্দপুর থেকে কানাইপুরসহ আশেপাশের এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতো।

নিহতের বাবা ওহাব মোল্যা জানান, শনিবার বিকেলে নিজ এলাকা থেকে ভাড়া নিয়ে কানাইপুর যায়। এরপর সন্ধ্যায় তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরো একটি ভাড়া নিয়ে বাড়ি ফেরার কথা জানায়। কিন্তু রাত গভীর হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরেনি। সকালে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এস.এম. তরুন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।