বগুড়ায় ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ০৯ জুলাই ২০১৬

বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তারাজুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার ভোরে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান তারাজুল ইসলাম গাবতলী উপজেলার আটবাড়িয়ার গ্রামের বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোরে অজ্ঞাত দুই ব্যক্তি শোবার ঘরের জানালায় গিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য নক করে। এসময় চেয়ারম্যানের স্ত্রী জানালা খুলে দিলে দুর্বৃত্তরা তারাজুলের সঙ্গে কথা বলতে চায়।

এসময় তারাজুল বিছানা থেকে মাথা উচু করার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা গুলি ছুঁড়লে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। দ্রুত তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রাঙ্গার সঙ্গে তারাজুলের বিরোধ ছিল। এছাড়াও স্থানীয় পীরগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে এবং গ্রামের একটি পুকুর লিজ নিয়েও চেয়ারম্যানের সঙ্গে এলাকায় বিরোধ চলছিল। বিষয়গুলোকে সামনে রেখে তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, ইউপি চেয়ারম্যান তারাজুল ইসলাম বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। বর্তমানে জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতেও তার নাম রয়েছে বলে জানা গেছে। তিনি বগুড়া শহরের রহমান নগর এলাকায় বসবাস করেন। ঈদ উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।