জঙ্গি জাহিদুলকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ


প্রকাশিত: ১০:৫৬ এএম, ১২ জুলাই ২০১৬

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় রিমান্ডে থাকা জঙ্গি জাহিদুল হক ওরফে তানিমকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার কিশোরগঞ্জ জুডিশিয়াল আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সালাম তানিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মুর্শেদ জামান জানান, আসামি জাহিদুল হক ওরফে তানিমকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখনই তা বলা যাচ্ছে না।

মামলার প্রধান আসামি শফিকুল ইসলাম ওরফে সফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম এখনো র‌্যাবের হেফাজতে রয়েছে। হামলার সময় গুলিবিদ্ধ হওয়ায় তাকে র‌্যাব হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কিছুটা সুস্থ হলেই তাকে আদালতে হাজির করা হবে।

kishoreganj

এদিকে ঘটনার পর আটক পাঁচ যুবককে গতকাল ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত শুনানি না করে আসামিদের জেলাহাজতে পাঠানো নির্দেশ দেন। মঙ্গলবার এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

ঈদের দিন জঙ্গি হামলার ৬ দিন পেরিয়ে গেলেও এখনো আতঙ্ক কাটেনি এলাকাবাসীর। যেখানে পুলিশের ওপর হামলা করেছিল সন্ত্রাসীরা, সে স্থানটি সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘিরে রেখেছে।

সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান কিশোরগঞ্জ-২০ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা। তিনি ঘটনার দিন ঘরের ভেতর গুলিতে নিহত ঝর্ণা ভৌমিকের বাসায় গিয়ে তার পরিবারের লোকজনকে সববেদনা জানান। এসময় তিনি শোলাকিয়া জঙ্গি হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগার অদূরে চরশোলাকিয়া এলাকার পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় পুলিশের দুই সদস্য, এক নারী ও সন্ত্রাসীসহ চারজন নিহত হন। ঘটনার পর দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় দুটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু অস্ত্র।

এ ঘটনায় গত ১০ জুলাই গ্রেফতার দুই আসামিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

নূর মোহাম্মদ/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।