কাঁঠাল খেয়ে কৃষকের মৃত্যু


প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১২ জুলাই ২০১৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অতিরিক্ত কাঁঠাল খেয়ে শিমুল হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে বাড়ি থেকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শিমুল হোসেন উপজেলার তিয়রবিলা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিমুল অতিরিক্ত পাকা কাঁঠাল খান। কাঁঠাল খাওয়ার পর ছটফট করছিলেন তিনি। পরে অবস্থা অস্বাভাবিক দেখা দিলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।

বিকেলে চুয়াডাঙ্গা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

ডা. রাজিবুল ইসলাম জানান, প্রচণ্ড গরমে অতিরিক্ত কাঁঠাল খাওয়ার ফলেই শিমুল মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সালাউদ্দিন কাজল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।