ঈশ্বরদীতে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ


প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৭ জুলাই ২০১৬
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ সময় সমর্থকরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ও ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।
 
রোববার বিকেল ৫টার দিকে ঈশ্বরদী বাজারের ১নং গেটের সামনে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টুর নেতৃত্বে মোটরসাইকেল বহরে অতর্কিত হামলা করে জেলা আওয়ামী লীগের অন্য একটি গ্রুপ।
 
এদিকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টু সমর্থিত গ্রুপ এই হামলা চালায় বলে অভিযোগ করেছে অপরপক্ষ।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের বিপক্ষে এবং মামলা প্রত্যাহারের দাবিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। বিকেলে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের বিপক্ষে আলোবাগ মোড় থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টুর নেতৃত্বে মোটরসাইকেল মিছিল বের করা হয়। মিছিলটি বাজার অতিক্রম করে ১নং গেটের সামনে এলে পৌর আওয়ামী লীগের একটি গ্রুপ এতে হামলা করে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, এ সময় দু’গ্রুপের সমর্থকরা ২২টি ককটেল বিস্ফোরণ ঘটনায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড টিয়ারশেল ও ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রগতি রেস্তোরাঁ, প্রাইম ব্যাংক ও রাস্তার দুেই পাশের বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়।

তবে মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সমর্থকরা তাদের বিরুদ্ধে আনা হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, কে বা কারা হামলা করেছে সেটি তারা জানে না।

আলাউদ্দনি আহমদে/এএম/এমএএস/এবিএস/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।