পদ্মায় নৌকাডুবি : একজন নিখোঁজ


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২০ জুলাই ২০১৬
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের নবীনগরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকার আটজন যাত্রীর মধ্যে ৭ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তরিকুল ইসলাম (৪৫) নামে একজন এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ তরিকুল ইসলাম সাহাপুরের আশরাফ আলীর ছেলে।

ঘটনাস্থলে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সকালে চরে মুলা তুলতে ৭জন দিনমজুর একটি নৌকায় রওনা হন। ফেরার পথে পদ্মার স্রােতে মাঝিসহ ৮ জন দিনমজুর নিয়ে নৌকাটি ডুবে গেলে ৭ জন তীরে উঠতে পারলেও তরিকুল ইসলাম নিখোঁজ হন।

তাকে উদ্ধারে ঈশ্বরদী ইপিজেডের দমকল বাহিনী চেষ্টা করছে। এছাড়া তরিকুলের সন্ধান পেতে রাজশাহী থেকে ডুবুরি আনা হচ্ছে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।