নীলফামারীতে বন্যার্তদের মাঝে চাল বিতরণ
নীলফামারীর ডিমলায় বন্যা দুর্গতদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার টেপাখড়িবাড়ী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১ হাজার ৮০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ। এ সময় টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন, ট্যাক কর্মকর্তা ও কৃষি বিভাগের উদ্ভিদ কর্মকর্তা নাজমুল হক, ইউপি সচিব সুভাষ চন্দ্র রায়সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে টেপাখড়িবাড়ী পল্লী উন্নয়ন সংস্থা ( ফেডারেশন) ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে ৪৭টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। প্রত্যেক পরিবারের মাঝে সাড়ে ৭ কেজি করে চাল দেয়া হয়।
চাল বিতরণ করেন টেপাখড়িবাড়ী পল্লী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জিকরুল ইসলাম, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ক্যাশিয়ার আনোয়ার হোসেন, কার্যকরী কমিটির সদস্য শাহিদা বেগম, আজিজার রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আজিজার রহমান, সদস্য জমশের আলী, আব্দুস ছাত্তার।
এ সময় আরডিআরএস বাংলাদেশ ডিমলা উপজেলার ঊর্ধ্বতন সামাজিক উন্নয়ন কর্মকর্তা সুমিত্র কুমার সরকার, স্কুল ফিডিং কর্মসূচির ফিল্ড মনিটর অপূর্ব কুমার রায়, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। ফেডারেশন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিজস্ব তহবিল থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।
জাহেদুল ইসলাম/এসএস/এবিএস