স্বাধীন বাংলাদেশের প্রথম এমবিবিএস চিকিৎসকের ইন্তেকাল


প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৬ জুলাই ২০১৬

স্বাধীন বাংলাদেশের প্রথম এমবিবিএস চিকিৎসক ডা. মাকসুদ-উল-হক (৮১) মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় বার্ধক্যজনিত কারণে পাবনা শহরের বেলতলা সড়কের নিজ বাড়িতে...  ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)।

তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে। তিনি পাবনাবাসীর কাছে হক ডাক্তার হিসেবে বিশেষ পরিচিত ছিলেন।

বুধবার সকাল ৯টায় দিলালপুর জামে মসজিদে জানাজা শেষে তার মরদেহ আরিফপুর কবরস্থানে দাফন করা হবে।

ডা. হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক আঁখিনুর ইসলাম রেমনসহ পাবনায় কর্মরত সাংবাদিকরা।

একে জামান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।