নোয়াখালীতে পত্রিকার গাড়িতে পেট্রোল বোমা, আহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৮ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধের সপ্তম দিনে নোয়াখালীর সেনবাগ উপজেলায় অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় সংবাদপত্র বহনকারী একটি গাড়ি ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সেবারহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গাড়িটির চালক ইসমাইল হোসেন ও ব্যবস্থাপক আবুল কাশেম আহত হন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক জানান, নোয়াখালীতে পত্রিকা সরবরাহ করে গাড়িটি ফেনী যাওয়ার পথে সেবারহাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এসময় ইসমাইল হোসেন ও আবুল কাশেম আহত হয়। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

-বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।