মাদারীপুরের ৪ ইউনিয়নের মানুষ পানিবন্দী
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এই উপজেলার পদ্মার চরাঞ্চলের ৪টি ইউনিয়নের (চরজানাজাত, বন্দরখোলা, কাঠালবাড়ি ও মাদবরচর) মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
এ সকল ইউনিয়নের অধিকাংশ ঘরবাড়ি, ফসলি মাঠ, টিউবওয়েল, স্কুলেও পানি ঢুকে পড়ায় মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। একদিকে বন্যার পানি আরেকদিকে পদ্মার ভাঙনে আক্রান্ত হয়ে চরজানাজাতের মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন।
এই ইউনিয়নের ৩টি ওয়ার্ড ছাড়াও একই উপজেলার আড়িয়াল খাঁ নদের ভাঙনে আক্রান্ত হয়েছে সন্ন্যাসীরচর ইউনিয়ন। এ পর্যন্ত এই দুই ইউনিয়নের শতাধিক পরিবার নদী ভাঙনে গৃহহীন হয়ে পড়েছে। তবে এখনো এ সকল এলাকায় কোনো ধরনের ত্রাণ তৎপরতা শুরু হয়নি।
চরজানাজাত ইউনিয়নের চেয়ারম্যান মো. বজলুর রহমান সরকার জানান, চরাঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকের ঘরে খাবার নেই। রান্নার ঘর পানিতে তলিয়ে গেছে।শুকনো খাবার খেয়ে কোনো রকম জীবনধারণ করছে। এলাকার মানুষ এ পর্যন্ত কোনো সরকারি সাহায্য পাইনি। সরকারের কাছে জরুরি প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর দাবি করেন।
এ ব্যাপারে শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান আহমেদ জানান, ত্রাণ সামগ্রী পাওয়া গেলে বন্যা কবলিত এলাকায় জরুরি ও অগ্রাধিকার ভিত্তিতে এলাকায় বিতরণ করা হবে।
নাসিরুল হক/এসএস/আরআইপি