পশ্চিমাঞ্চলে ট্রেন চলছে ২৫-২৮ ঘণ্টা দেরিতে


প্রকাশিত: ১১:২০ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সকল আন্তঃনগর ট্রেনের সিডিউলে চরম বিপর্যয় দেখা দিয়েছে।

অবরোধে ট্রেনে নাশকতার আশঙ্কায় নিবিঘ্নে ট্রেন চলাচলের জন্য আনসার ভিডিপির সদস্যরা রেল লাইন পাহারা দিচ্ছেন। একই কারণে সড়ক পথে বাস, মিনিবাস ও দুর পাল্লার গণপরিবহন ও ঢাকাগামী কোচগুলো বন্ধ থাকায় ট্রেনে চাপের কারণে এবং ঘন কুয়াশার ফলে ট্রেনের এই সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

দিনাজপুর-ঢাকা, রাজশাহী-ঢাকা ও খুলনা-ঢাকা রুটে মোট ২৬টি আন্তঃ নগর ট্রেন চলাচল করে। এই ২৬টি আন্তঃনগর ট্রেন চলছে নির্ধারিত সময়ের চেয়ে ২৫ থেকে ২৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে। ফলে লোকাল ট্রেনগুলো চলাচলেও দেখা দিয়েছে বিপর্যয়।

অন্যদিকে হরতাল ও অবরোধের কারণে এ সময়ের রেলপথের ডেমু ট্রেন বন্ধ রাখা হয়েছে।

এদিকে অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেনগুলো চলাচল করায় যেকোনো সময় ট্রেন লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এ আশঙ্কায় রয়েছে রেল কর্তৃপক্ষ। এ অবস্থায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে বঙ্গবন্ধু যমুনা বহুমুখি সেতুর সাথে সংযুক্ত রেল লাইনটিকে।

ট্রেন বিলম্বে চলাচল করায় যাত্রীদের দুর্ভোগ সিমাহীন আকার ধারণ করেছে। স্টেশনগুলোতে বেড়ে গেছে অপরাধ প্রবনতা।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগ থেকে ঢাকাগামী ১০টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। রাজশাহী বিভাগে চলছে ৬টি এবং খুলনা বিভাগে ৪টি মোট ২৬টি আন্তঃ নগর ট্রেন চলাচল করছে। এছাড়াও সিরাজগঞ্জ থেকে ২টি আন্তঃনগর ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

মঙ্গলবার দুপুর পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেন ২৫ ঘণ্টা থেকে ২৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে ছেড়ে গেছে।

দিনাজপুর থেকে ঢাকা গামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনটি গত সোমবার সকাল ৮টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় থাকলেও ট্রেনটি ছেড়ে গেছে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে। দিনাজপুরের বিভিন্ন উপজেলাসহ, ঠাকুরগাও এবং পঞ্চগড় থেকে নির্ধারিত সময় আসা যাত্রীদের সারাদিন-সারারাত স্টেশনের প্লাট ফরমে পড়ে থাকতে হয়। স্টেশনগুলোতে যাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণে টয়েলেট না থাকায় মহিলা যাত্রীদের পড়তে হয় বিপাকে।

দিনাজপুর রেলওয়ের স্টেশন মাস্টার মঞ্জরুল ইসলাম মঞ্জু জানান, শুধু দিনাজপুর স্টেশন নয়, দিনাজপুর থেকে ঢাকা পর্যন্ত মোট ১৬টি স্টেশন রয়েছে। সব স্টেশনের একই চিত্র।

তিনি জানান, দিনাজপুর থেকে ঢাকা মুখে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেন দ্রুতযান ট্রেনটি আজ ২৭ ঘণ্টা পর ছেড়ে গেছে। একই অবস্থা জানা গেছে, সৈয়দপুর থেকে ছেড়ে যাওয়া নীল সাগর ট্রেনের।

কবে নাগাদ এ অবস্থার উত্তোরণ হবে জানতে চাইলে রেলওয়ের কোনো কর্মকর্তা এর কোনো সময়, বার, তারিখ জানাতে পারেন নি। তারা বলেন, কবে এ অবস্থা স্বাভাবিক হবে তা বলা সম্ভব নয়।

ডিভিশনাল ট্রাফিক সুপারেন্টেন্ড মোস্তাফিজুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিং এ আছেন বলে মোবাইল ফোনে ম্যাসেজ পাঠিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।