গোয়ালন্দে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত


প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২৮ জুলাই ২০১৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার একটি বাঁধ ভেঙে ইউনিয়নের কয়েকটি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ বাঁধটি পানির চাপের কারণে ভেঙে যায়। এছাড়া উপজেলার দেবগ্রাম ইউনিয়নে গত দুইদিনে বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়ায় সহস্রাধিক পরিবার পানিবন্দি জীবন-যাপন করছে।

পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ৭ সেন্টিমিটার।

এদিকে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করায় উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও উজানচর ইউনিয়নের কয়েকটি চর ও নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন এসব এলাকার হাজারো পরিবার। শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে যাওয়ায় পাঠদান বন্ধ হয়ে অঘোষিত ছুটি দেয়া হয়েছে। ডুবে গেছে বহু ফসল ও ফসলি জমি।

দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাঁচুরিয়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত আবদুল খালেকের স্ত্রী সামেলা বেগম (৪৫) জানান, গত দুইদিন ধরে পানিবন্দি হয়ে দিন কাটাচ্ছি। কেউ খবর নিতে আসেনি। তবে আশা সমিতি থেকে ঋণ নেয়া আছে, তাই তারা কিস্তি নিতে এসেছিল। তারা কোনো কিছুই বুঝতে চায় না।

দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আতর আলী সরদার জানান, তার ইউনিয়নের ১, ৪ ও ৭নং ওয়ার্ডের হাজারের বেশি পরিবার বন্যাদুর্গত হয়ে পড়েছে। দুর্গতদের তালিকা তৈরি করে প্রশাসনকে অবগত করেছি।

দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল জানান, বাঁধ ভেঙে যাওয়ায় বর্তমানে আমার সম্পূর্ণ ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তালিকা তৈরি করে পরিবারগুলোকে যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করা হবে।

রুবেলুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।