জঙ্গিদের ক্ষমা নেই : ভূমিমন্ত্রী


প্রকাশিত: ১০:৩৮ এএম, ২৯ জুলাই ২০১৬

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ৪৩ বছর পরে হলেও যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এবং শাস্তি হচ্ছে। ঠিক একইভাবে জঙ্গিদেরও দেশের মাটিতে বিচার হবে, শাস্তি হবে। তাদের ক্ষমা করা হবে না।    

শুক্রবার ঈশ্বরদীর মুলাডুলি রেলগেট এলাকায় আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, কোনো অবস্থাতেই জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা বরদাস্ত করা হবে না। সন্ত্রাসীর কোনো দলীয় পরিচয় নেই। যে দলেই তারা থাক না কেন তাদের মূলউৎপাটন করা হবে।

ভূমিমন্ত্রী বলেন, অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। এটা রক্ষা করা এবং দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেয়া বর্তমান সরকারের অঙ্গীকার। এ কাজে সবাইকে সহযোগিতা করতে হবে। সবাইকে দেশের কাজে এগিয়ে আসতে হবে।  

স্থানীয় আওয়ামীলীগ নেতা নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু ও শ্রমিক নেতা মোহাম্মদ রশীদুল্লাহ।

এর আগে সকালে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিরাট এক র্যা লি বের করা হয়। র্যা লিতে প্রায় তিন হাজার মোটরসাইকেল ও মাইক্রোবাস অংশগ্রহণ করে।

আলাউদ্দিন আহমেদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।