চুয়াডাঙ্গায় জামায়াত সমর্থকসহ গ্রেফতার ১০


প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৯ জুলাই ২০১৬

চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে দামুড়হুদা উপজেলার দর্শনা ও লোকনাথপুর থেকে জামায়াত সমর্থকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে দর্শনার  আনোয়ার হোসেন খাঁন (৬০) শহীদ বুদ্ধিজীবী হত্যা মামলায় মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত আসামি  গোপালগঞ্জের মকছুদপুর উপজেলার বেজরাভাটরা গ্রামের রাজাকার আশরাফুজ্জামান খানের ভাই। আশরাফুজ্জামান খান ৪৩ বছর ধরে আমেরিকা প্রবাসী।

গ্রেফতারতরা হলেন, দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুরের খোকন শেখ (৩০) ও আকছেদ আলী (৪৫), হঠাৎপাড়ার আলমগীর হোসেন (৩০) ও জাহাঙ্গীর হোসেন (৪৫), ঈশ্বরচন্দ্রপুরের আবর উদ্দিন (৫০), খলিশাগাড়ি গ্রামের নজরুল ইসলাম (৩৫) ও প্রতাপপুরের খোদাবক্স (২৫) এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার সলেমান হোসেন (২৩) ও বাগান পাড়ার ময়েন মন্ডল (২৭)।

দামুড়হুদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আনোয়ার হোসেন খাঁন কট্টোর জামায়াত সমর্থক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে মাগুরার শ্রীপুর আদালতে সিআর-৭০১৬ মামলা রয়েছে। এছাড়া, অন্যান্যরা মাদক ও মারামারি মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সালাউদ্দিন কাজল/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।