রাজবাড়ীতে দেয়াল ধসে শ্রমিক নিহত
রাজবাড়ী জেলা সদরের মাটিপাড়া এলাকায় রাবেয়া ব্রিকসের সাজানো ইটের দেয়াল ধসে গিয়াস সরদার (৩৫) নামে এক ট্রাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাক চালকসহ অন্তত চারজন আহত হয়েছেন।
রোববার দুপুরে ট্রাকে ইট ভরাট করার সময় ইটের দেয়াল ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াস সরদার জেলা সদরের গোদার বাজার এলাকার মাজেদ সরদারের ছেলে।
আহতরা হলেন, ট্রাক চালক মঞ্জু প্রামানিক (৩৫), শ্রমিক উম্বার কাজী (৬০), সালাম সরদার (৪০) ও এরশাদ প্রামানিক (৩২)। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাহিদ রায়হান এক ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এক ব্যক্তিকে মৃত ও চারজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
রুবেলুর রহমান/এএম/আরআইপি